মন চঞ্চল, ছুটে যাই চল,
স্নিগ্ধ ঊষার টানে!
জল ছলছল, চোখ টলমল,
মুগ্ধ যে তোর তানে!
কলকল সুর, কানে বাঁজে মোর,
জীবনের গান শুনি!
কি যে মধুর, ভাবনারা তোর,
মিলনের ক্ষণ গুনি!
আমাদের জোড়, দূর বহুদূর,
আবছা ভীষণ অস্পষ্ট!
শিথির সিধুর, আঁধার বিধুর,
এইতো জীবনের অদৃষ্ট!