আমার মুখে আছে খড়কুটো
মনে অপার আশা,
অচেনা এক পাখির সাথে
বাঁধবো নতুন বাসা।

তাঁর জন্য জমিয়ে রাখছি
আমার যতো কথা,
জমিয়ে রাখছি গল্প কাহিনী
কবিতার মতো ব্যথা।

আমার সকাল-দুপুর তারই হবে,
হবে সন্ধ্যা-রাত্রি।
তাকে নিয়েই হবো আমি,
এই ধরিত্রীর যাত্রি।

পেরিয়ে যাবো অমাবস্যা আর
উঠবে যতো ঝড়।
তাঁর হাতেই হাত রেখে
কাটবে সকল প্রহর।

তাঁকে নিয়েই গড়বো আমি
সুখ-দুঃখের এক শহর।
যেই শহরটা বানিয়ে দিবে
অনন্তকালের ঘর।