অন্ধকার পথে দিয়েছি ডুব,
শরীর জুড়ে উপচে পরছে গন্ধ খুব।
পথিমধ্যে রজনীগন্ধার ঘ্রাণ ভাসে,
পরক্ষণেই নর্দমার গন্ধে ম্লান হয়ে আসে।
সহস্র নক্ষত্রের সুর আসতে চায় এ-পথে,
হারিয়ে যায় ধ্বংসযজ্ঞের বিকট দামামার সাথে।
লক্ষ বিপরীতকে যে সুর দেখিয়েছে পথ,
আমি বিলীন করি, সে সুরের শপথ।
বিচ্যুত করতে পারি না তিমির রথ।
অন্তরে মোহর নিয়ে, অনড় হয়ে, চলতেই থাকি,
বিষমাখা চোখে এ-সমাজ জড়িয়ে রাখি।
অসীমে তালাবদ্ধ দগ্ধ আত্মা,
আমাতে খুঁজে পায় আপন সত্ত্বা!