স্বাধীন দেশে নিজ অধিকার
পেতে যদি হয় মরতে,
সবার আবার লড়তে হবে
দেশটা স্বাধীন করতে!

আমজনতার কথা যদি
রক্তকে হয় বলতে,
ইতিহাসই চায় নতুন করে
আরেক ইতিহাস লিখতে।

তরুণ যুবক ছাত্ররা সব
দিয়াশলাইয়ের মতো,
জ্বলে গেলে পুড়ে যায় যত
অন্যায় অনিয়ম ক্ষত।

তাদের বুকে জমা শত
আগ্নেয়গিরির লাভা!
বুক চিতিয়ে ছড়িয়ে দিল
তার উত্তপ্ত আভা।

স্বৈরাচারী পিশাচরা যখন
ছাত্রদের রক্ত চুষেছে,
ইতিহাস সাক্ষী তারা তখন
তাদের পতন লিখেছে।

আমরা হেলায় ফুরিয়েছি
কত শত দিন,
কালে কালে বেলা হলো
জমলো শত ঋণ!

আর কতো দীর্ঘ করবো
আঁধারের কফিন?
এসেছে সময় মিটিয়ে দেই
আছে যতো ঋণ।

তরুণ বুকের তাজা লাভা
যে আলোয় বিভোর,
ঐকতানেই সে আলো জ্বালবে
পুবাকাশে সুনালী ভোর।