আমায় ফেলে,
শেষ ট্রেনও গেলো চলে,
কোথাও আমার যাওয়ার নেই।
একা থাকা প্লাটফর্ম উঠলো বলে,
আমার মতো, তারও কেউ নেই!

কতো আগ্রহ নিয়ে আসে মানুষ,
আবার চলে যায় গন্তব্যে।
আলো বুকে জাগে শূন্য ফানুস,
জেগে থাকে সে কর্তব্যে।

কতজন আসে, কতজন যায়,
প্লাটফর্মটা কারো গন্তব্য না।
প্রয়োজন ফুরালে সবাই হারায়,
কোনো হিসেবে সে ধর্তব্য না!

কতো প্রিয় মানুষ বিচ্ছেদে কাঁদে
কতজন ফিরে পেয়ে হাসে,
সবারই প্রিয়জন আছে তার বাদে,
একাকীত্বই সে ভালোবাসে।