কি যে নগ্ন, এই টানটা!
থাকে মগ্ন, এই মনটা!
কুৎসিত ঘৃণ্য, প্রতিটা ঘণ্টা।
নামে সায়াহ্ন, ফুরায় দিনটা।
হই বন্য, গাছ মান্দার।
এই জন্য, নামে আন্ধার।
মন অরণ্য, হয় নিঃস্ব।
বাইরের লাবণ্য, দেখে বিশ্ব!
আমি নগণ্য, একেবারে ক্ষুদ্র।
ভেতরে জঘন্য, বাইরে ভদ্র!
আমি তক্ষক, আমি ভক্ষক।
ভাবে সব লোক, আমি রক্ষক!
আমি রাক্ষস, তাই সব খাই,
দেখি চাক্ষুষ, তবু দেখি নাই!
আমি গিলে যাই, পাই সব যা!
তাই হেরে যাই, ঈমানের পাঞ্জা!
পাপ ছুটছে, ধরা বিষাতে।
সব লিখছে, দুই কাঁধেতে।
আমি ছারখার, তবু থামি না,
হারি বারবার, আমি পারি না।
আবারো হেরে যাই, এই যুদ্ধে!
তবু ছেড়ে যাই, নেই সাধ্যে!