এইখানে এসে মিলিয়ে যায়, হাজার হিসাব নিকাশ।
লক্ষ-কোটি দিয়েও পাবেনা এমন চাঁদের আকাশ।
দিগন্ত বিহীন জলরাশি আর অন্ত বিহীন হাওয়া,
দূর থেকে ওই ভেসে আসে ঝিঁঝিঁ পোকার গাওয়া।
নাম না জানা কতো ফুল আর নাম না জানা ঘ্রাণ,
নাম না জানা হাজার ধ্বনি জুড়ায় আমার প্রাণ।
চাঁদের আলোয় চিক চিক জল, তার পাশের জোনাকি,
ফিকে হওয়া জেলের বাতি কোথাও আর পাবে কি?
টেটা ফেলে কয়েকটি ছেলে মাছের খোঁজে বেড়িয়ে যায়,
খরজালের বাঁশে বাতির পাশে কিছু জেলে দাড়িয়ে রয়।
মৃদু হওয়া বেঙের আওয়াজ আর হুতুম পেঁচার ডাক,
এমন রজনী পেতে আমার সব হিসাব হারিয়ে যাক।