সুপ্ত তুমি, গুপ্ত আর
থাকবে কতকাল?
রক্তে জ্বালাও দীপ্তমশাল,
উঠবে যে সকাল।
সকালবেলার সূর্য তুমি,
প্রদীপ্ত সারাদিন।
জীবনীশক্তি অনেক দামি,
মুক্তপ্রাণ রঙিন।
বঞ্চিত তুমি, ঘিরেছে ছায়া?
ছুঁড়ে ফেলো অভিমান।
ধ্বংস-নিশান, জাগায় মায়া?
হতে হবে আগুয়ান।
দুস্তর পথের ক্লান্ত পথিক?
ভ্রান্ত ধারনা।
প্রস্তর আঘাতেও লক্ষ্য সঠিক,
তৃপ্ত মদিনা।
মুগ্ধতায় ঘেরা সেই জীবনী,
তোমার অজানা না।
স্নিগ্ধতা তার এখনো কমে নি,
কখনো হারাবে না।
অঙ্কিত সেই পদচিহ্নে চলে,
হও অমলিন।
জীর্ণ জড়া ছুঁড়ে ফেলে,
আনো নতুন দিন।
তোমার চারপাশে, মিথ্যেরা হাসে?
পাথরে ফুটো ফুল হয়ে।
দুর্গম পাহাড়ে যে বেড়ায় চষে,
তাঁর ইতিহাস যায় রয়ে।