তার তৃষ্ণার জল
আমাকে করেছে টলমল,
আমার দুঃখ কোন দুঃখ নয়
তার দুঃখে আমি অশ্রু সজল।
তার তৃষ্ণার জল।।
এমন কেন হয়
এমনিতো হয়,
এই ভালোবাসা মিথ্যে নয়।।
যত দুরে চলে যাও,
দুঃখ দাও,
তোমাকে ভালোবেসে তবু সুখ পাই।
দূরে থেকেও আমি
তোমারি আছি,
তবু কেন তোমার ভিজছে আঁচল?
তার তৃষ্ণার জল
আমাকে করেছে টলমল,
আমার দুঃখ কোন দুঃখ নয়
তার দুঃখে আমি অশ্রু সজল।
তার তৃষ্ণার জল।।
কেন আজ দূরে গিয়ে
সুখ পেলে না,
কেন যে আমার হলে না।।
এই মন কী যে চায়
বুঝলে না,
আমাকে ভালো কেন বাসলে না।
কেন এত অবহেলা
করেছ আমায়,
ভালোবেসে তোমাকে করেছি কী ভুল?
তার তৃষ্ণার জল
আমাকে করেছে টলমল,
আমার দুঃখ কোন দুঃখ নয়
তার দুঃখে আমি অশ্রু সজল।
তার তৃষ্ণার জল।।