দুই চোখে উপরে নিচে মধ্যেখানে সবখানে
আলোয়,
অন্ধকারে দু হাত দু পা নিশ্বাসের শব্দে
সাঁতার কাটতে গিয়ে ডুবে যায়,
স্বপ্নেরা।

একপাশে জড়ো হয় একমুঠো সুখ,
অন্যপাশে যন্ত্রণা বুক চিড়ে
মৃত্যুর স্বাদ এনে দিয়ে ক্লান্তি নামে,
আর চারপাশ নীরবতায় ভরে যায়
এরপর ডাকাডাকি।

শরীর ক্লান্ত হয়
মন হয় চঞ্চল,
স্বপ্নেরা মরে যায়
ভাবুকের দল সওদা করে ঘরে ফিরে আসে।