সময় বয়ে যায়
পুরাতন প্রেমিকারা ফিরে আসে-যায়,
রাস্তার দুপাশের কাশবন
আজ মৃত পায়।
খুলে ফেলি বন্ধ হিসেবের খাতা,
ছিড়ে ফেলি যত্নে রাখা সব পাতা।
পুরাতন প্রেমিকারা ফিরে আসে-যায়
বিছানায় এলোমেলো চাদরের ভাজে,
আজ আমি মৃত প্রায়।
আজ আমি মৃত প্রায়
আমার প্রেমিকার মত,
তারা ভালোবাসা পেয়ে খুশি নয়,
শরীরের ঘ্রাণ যেন অমৃত।
সমাপ্ত