যখন তোমার দুষ্ট দুচোখ মিষ্টি লেগেছিল,
যখন তোমার ঠোঁটের কোণায় হাসি লেগেছিল,
তখন আমি মনটা আমার তোমার পিছে গোপন নেশায় ছুটে ছুটে গেল,
তখন তোমার পাইনি দেখা, এমনি করেই জীবন দিলাম,
তখন কী আর যুদ্ধ লেগেছিল!
বিশ্ব এখন যুদ্ধে ভীষণ ব্যস্ত চরম,
পাড়ায় পাড়ায় ডাকছে কোকিল পাচ্ছে শরম,
এখন কী আর প্রেমের সময় ডাকছে কে রে,
জীবন নিতে শকুনেরা আসছে তেড়ে।
এখন আমি ব্যস্ত ভীষণ বোমার খেলায়,
এখন সময় কাটছে তোমার হেলায় হেলায়,
সেটাই ভালো এসো দুজন যুদ্ধে মরি,
বাঁচব যে জন না হয় দেব গলায় দড়ি।
সমাপ্ত