প্রতিদিন তুমি নীল হও,   প্রতিদিন আমি লাল হই,
            রৌদ্রজ্জ্বল আকাশের নীচে,
শুকনো মরুর প্রাণ,      লুকানো জলের ঘ্রান,
কেবলই গান হলো,       শুকনো তরুর মতো,
           খুলে গেলো রুদ্ধ দ্বার,
             তারপর হাহাকার।

                   এরপর চারিদিকে,
      নিমেষে তারার জ্যেতি নিভে গেল চুপিসারে।
             আমি তুমি,    তুমি আমি অন্ধকারে,
                      মৃত্যুর দ্বারে,
জীবনের সব স্মৃতি এসেছে ফেলে, শিশিরে ভেজা সবুজ
ঘাসের মাঠে,  রৌদ্রজ্জ্বল আকাশের নীচে,
চিরদিনের সব অভিমান,   বিরহ দিবসের গান,
কেবলই নিভে গেল,    প্রদীপের আলোয়,
  এরপর শেষ হলো, মিলনের বাসনা আবার,
                  তারপর হাহাকার।

যদি বা দূরে থেকে,  যদি বা দূরে রেখে,
সুখ মেলে মিছে।
তুমি সুখি হও।
আমার সব স্মৃতি এই বুকে জমাট ব্যথার,
আমিও তেমনি রব তুমি কিগো খুঁজে নেবে আর?
তুমি সুখি হও।

প্রতিদিন তুমি নীল হও,   প্রতিদিন আমি লাল হই,
একই আকাশের নিচে,    একই পৃথিবীর আলোয়,
                       আমরা দুজনা,
মিছিমিছি ভালোবেসে,   জীবনে এনেছি খুশীর জোয়ার,
                   তারপর হাহাকার।


সমাপ্ত