ভাগীরথীর তীরে
আমায় রেখেছ একঘরে,
দুভাগ একভাগ করে
আমায় ফেলেছ ছিড়ে।
আমি ভগবান ভগবান বলে যতই ডাকি,
কেবলই খরস্রোতা নদী
তীরে এসে দুর্বল ভেবে,
আমার এ তৃষ্ণার দম
খাচ্ছে চেটেপুটে চিরে।
বলো তবে কোন দেবতায় ভরসা রাখি।
নারী ও ভগবান
খুব প্রিয় আমার এ প্রাণ,
তোমাকে তোমাকে দিলাম।
সমাপ্ত