তবু মিনতি করি ওগো অনন্ত তৃষ্ণা
ফিরে এসো একবার।অনন্ত রহস্য
খুঁজে নাও পৃথিবীর মাঝে পথ হারা
এই পথিকের বুকে।কোনদিন তুমি
যারে দিলে না একটু ভালোবাসা আর
আশ্রয় হৃদয়ের।দিয়েছ অবহেলা
অনেক,আরো কত যন্ত্রনা অপমান।
তবু সেই মরু তৃষা বুক দেখ কত
ভালোবাসে তোমারে,ডাকছে বারেবারে।
ভেবেছি পৃথিবী যারে চিনতে পারবে
পরে,তুমি এখনই তাকে চিনে নেবে
আর বিষ্মিত হয়ে চেয়ে রবে তৃষ্ণার্ত
চোখে,যেন অনন্তকাল দেখেও তৃষ্ণা
মিটবে না তোমার।প্রিয়তমা আজও
বুঝলে না,আজও চিনে নিলে না এই
ভাবুকের ভেতরে পৃথিবীতে চলার
অনন্তপথ।তুমি জান না প্রিয়তমা
এই পৃথিবীতে কত সাধনার ধন
তুমি মোর।তোমার রহস্য ঘেরা চোখে
আমি খুঁজে নিয়েছি জীবনের মুগ্ধতা
আর আশা বেঁচে থাকবার।যদি চাও
হারিয়ে যেতে কিভাবে বাধা দেব তাতে?
যদি না আমার হতে চাও জোর করে
জানি পারব না তোমাকে আমার করে
নিতে।তাই তো দীর্ঘশ্বাস আকাশ হয়ে
ডানা মেলে।আমি সেই আকাশের পাণে
অনন্ত তৃষ্ণা নিয়ে নিরবে চেয়ে থাকি।
তাই তো মিনতি করি হে অনন্ত তৃষ্ণা
ফিরে এসো একবার এই আহবানে।
আর আমারে কষ্ট দিওনা,ললনার
চতুরতা চোখে কর না ছলনা এত,
আমি নিঃশেষ হয়ে যাই।জানি আমি
বারবার তোমাকে পাবার সম্ভাবনা
করেছি হেলায় নষ্ট।তোমার হৃদয়ে
অভিমান জন্মেছে তাই মোর প্রতি।হে
প্রিয়তমা একদিন জানবে তোমার
এই ভালোবাসা কেন বারবার দূরে
সরে গেছে,কেন ফিরিয়ে নিয়েছে দুটি
চোখ তোমার মায়াবী মুখ থেকে।সেই
দিন সব জেনে অভিমান ভেঙে জানি
অন্ধকার পথ ছেড়ে আমার আলোতে
খুঁজে নেবে আশ্রয়।আমি সেই দিনের
অপেক্ষায় আছি।এই বিশ্বাস হৃদয়ে
আমাকে ভালোবেসে তুমি হয়েছ খুব
অভিমানী,ভালোবাসা মোর প্রতি শেষ
হয়ে যায়নি তাতে,বেড়েছে দিনে দিনে।
তাই এই আশা হৃদয়ে লালন করি
একদিন তুমি ফিরে এসে ভালোবেসে
মিলনের সুরে সুরে ভুলাবে আমায়।
আমি সেই দিন তোমাকে পেয়ে অনন্ত
পৃথিবীর মাঝে সকল কষ্ট ভোগের
খুঁজে পাব সার্থকতা।জানি আমি ব্যর্থ
নই,পলাতক নই জীবনের যত
কঠিন সংগ্রাম থেকে।আমি আজও
বেঁচে আছি ভালোবাসি তোমাকে আগের
মতোই।আজ শেষ হয়ে যাক কঠিন
সময় সব।চলো আমরা বাঁধি ঘর,
হেসে খেলে কেটে যাক জীবনের বাকী
দিনগুলি।তাই তৃষ্ণা মোর ফিরে এসো
এই বুকে,সাড়া দাও এই আহবানে।
আমি পৃথিবীর বিষ্ময় হই,তুমিও
অনন্ত বিষ্ময় হয়ে পৃথিবীর মাঝে
আমার ভাবনা জুড়ে করো বিচরণ।