আমি আঁধারের কাছে
কান পেতে রই,তুমি কই?
সমস্ত পৃথিবী উচ্ছ্বল আনন্দে ভাসে
আমি নই।
মনে পড়ে প্রথম দিনের গান,
বেলা শেষে যার সুর হারিয়েছে।
মনে পড়ে প্রথম অভিমান,
নিমিষেই হলো মিছে।
তুমি কি প্রিয় চেয়েছ যা পেয়েছ তাই?
যদি না পেতে,যদি পেতে,
অবেলার ডাকে এমনি করেই হারিয়ে যেতে?
জগত আমার,তুমি সে
জগতের সাধনার ধন,
তুমি সে জগতের ছায়া,
তুমি সে জগতের আলো,
জগত আমার,তুমি সে
জগতের শেষ হৃদ স্পন্দন।
আমি আঁধারের কাছে
কান পেতে রই,তুমি কই?
সমস্ত পৃথিবী উচ্ছল আনন্দে ভাসে
আমি নই।
যদি বলি মিছে ছিলো সেই প্রেম,
মিছে ছিলো সেই কাছে আসা।
মিছে ছিলো চোখে চোখ রাখা।
ভুলে গেছি অভিমান,তবু প্রশ্ন রাখি
এসেছিলে কাছে,এসেছিলে মিছেই
দুঃখ দিতে সখা?
প্রিয়জন যে,তারে প্রিয় করিনি
হতেও পারিনি প্রিয় তার।
আমি আঁধারের কাছে কান পেতে রই
আমি যে আঁধার।
সেদিনের সেই চঞ্চলতা,নীরবতা
আর নেই
কালের খেয়ালে নিজেরে সঁপেছি
তুমি এই!
যদি চাও ফুলের কাছে পাখির কাছে
আমি তা হই,
যদি চাও নদীর কাছে,মেঘের কাছে
আমি তা হই,
তোমার পৃথিবী আলোয় ভরে যাক
আমি আঁধারেই রই।