মহাকালের অনন্ত যাত্রায় ছিলাম আমি
ক্ষুদ্র এক ভগ্নাংশ দিয়েছি পাড়ি।
যেন মহাসমুদ্রের নগণ্য এক ফোটা জল কণা ,
তবু উঠতো মনে ঘূর্ণিঝড়ের ফণা।
স্বপ্ন দেখেছি করব পৃথিবী জয়,
আত্ম চিন্তায় করেছি জীবন ক্ষয়।
আজ আমি অন্তরীক্ষে বসি দেখি সে পৃথিবী
মহাশূন্যে তুচ্ছ একবিন্দু ধুলাবালি
জলোচ্ছ্বাসে পিঁপড়া রয়েছে ভাসি।
আমার নির্ঘুম রাত,স্তব্ধ আকাশ
বেদনার প্রদীপ নিভে গেছে আজ,চির অবকাশ।
আজ আমি মহাশূন্যে বসে হাসি
মানবের যত দুক্ষ বেদনা সব মিছে গুড়ে বালি।
ওরা একদিন আসবে আমাদের কাতারে
বুঝবে তখন অযথাই পুড়ে মরেছিল তুচ্ছ কারণে।
টেলিস্কোপের সীমানা ছাড়ি আছে মহাবিশ্ব সীমাহীন
এদিকে মানবহৃদয়ে বাজিতেছে আরেক মহাবিশ্ব কূলকিনারাহীন।