আমার অন্ধ হৃদয়ের বন্ধ জানালা খুলে যাক,
হৃদয় খাঁচার বন্দি পাখি শিকল খুলে পালাক।
পাখি উড়ে যাক, রঙ ছড়াক, কালো মেঘের পরে
বৃষ্টি নামাক।
রঙধনু রঙ হয়ে যাক পাখি।
পাখি উড়ে যাক এই গাছ থেকে ওই গাছ
পাহাড় থেকে ঝরনা ধারায় মিশে যাক।
রাজহাংসী হয়ে ভাসুক পদ্ম পুকুরে
গাংচিল হয়ে ছুটুক সমুদ্রে রুদ্ধশ্বাসে।
ভরা পূর্ণিমার জোছনা স্নানে সিক্ত
বসন্ত বাতাসে হোক করুণা রিক্ত।
বসুক শহরের সবচেয়ে উঁচু কৃষ্ণচূড়া গাছে
কৃষ্ণচূড়া রঙ মাখাবে পাখি রঙহীন শরীরে।
যদি নীড়ে ফিরতে ইচ্ছে করে তবে আসুক
সাথে নিয়ে রঙধনু, কৃষ্ণচূড়া রঙ আর জোছনার মায়া
প্রাণহীন নীড় ফিরে পাক প্রাণের ছায়া ।
(১০ মে, ২০২৩)