আজি বিবর্ণ অমাবস্যার নিশি
নিস্তব্ধতা মাখা আমার ঘরখানি।
আঁধারের মাঝে হাতড়েছি কী যেন
পাবোনা জেনেও হাতটি বাড়িয়েছি।

আজি হৃদয়ে আমার বহিছে উত্তল হাওয়া
কালো অন্ধকার মেঘে ঢাকা।
কি যেন হাহাকার বসিয়েছি করুণ থাবা
মর্মভেদী গান আজি খুঁজিছে দিশা।

হৃদয়ের যত জমে থাকা বিষাদ
ঝরছে যেন বর্ষার জল হয়ে।
স্নিগ্ধ শীতল সে জলে ডুবে
মরেছি আমি কতবারে।

(৫ ডিসেম্বর, ২০২৩)