এ কোন শ্রাবণ?

এ শ্রাবণে আকাশে কালো মেঘ নেই,
বাতাসে রোদের তাপ নেই;
এ শ্রাবণ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত,
এ শ্রাবণ আমার বোনের চোখের জলে সিক্ত;

এ শ্রাবণ বিপ্লবী, এ শ্রাবণ জাগরণী,
আমি ভয়ে পেয়ে পিছু হাঁটা শিখিনি,
আমার পূর্বপুরুষ ও ভীতু ছিলেন না।

আমি এসেছি, আমার অধিকার আদায় করতে
আমি তো প্রতিবাদ করেছি,
সে তো আমার জন্মগত অধিকার
তাই বলে আমি নই রাজাকার।

আমি বিপ্লবী,
আমার ছায়াতে এসে জুটেছে
তিতুমীর ও সূর্যসেনেরা।
এবার নাও দেখি কে আমাকে দমায়
আমি বিপ্লবী, আমি বিপ্লবী।