সকাল জাগে তুমার মিষ্টি মুখের হাসি দেখে।
এ রাতে ঘুমিয়ে পড়ি তোমার বিরহ নিয়ে।
তোমার জন্যই আমি রোজ মন খারাপ করে থাকি।
আমার এই পরাধীন জীবনে তুমিই স্বাধীন পাখি।
তোমার উড়ে যাওয়া আমার সহ্য হয়না।
তুমি ও কি আমার হবেনা??
তুমি ছাড়া আমার জীবন বৃথা।
তুমি এক স্বাধীন প্রেমিক কিন্তু আমি এক অসহায় প্রণয়ী।
যাকে ছাড়া চলেনা মোর এক মূহুর্ত সেই তুমি।
কীকরে বুঝাই তুমি মোর নুসুর জীবনের পথিক।
কীকরে দেই পাড়ি মোর জীবন তুমি ছাড়া।
তুমি শিখিয়েছ আমায় প্রেমের মন্ত্র।
করিয়ে দিয়েছে পরিচয় প্রেমের সাগর।
কিন্তু শিখাওনি আমায় সাঁতার।
সাগরের মাঝে আমি নিরূপায়।
কিন্তু তরি নিয়ে তীরে তুমি আমায় ছেড়ে।
অতীতের প্রেম কাহিনী গেলে ভূলে চিরবিদায় জানিয়ে।
কিন্তু জাননা তুমি???
বিদায় মানে বেদনা, বিদায় মানে যাতনা।
বিদায় মানে
হৃদয়ের গভীরে ভেজে উঠা এক নিষ্ঠুর ডামামা।
একবার ও তো বলনি???
কীকরে সইতে হয় সেই বেদনা , জাতনা আর ডামামা।
তুমি কী আমার হবেনা।