কোথায় যাই, কী করি, কিছুই জানা নেই।
বসে আছি আজ নীরবতা আর বিষন্নতায়।
মনে প্রাণে কোন শান্তি নেই।
ভুলিয়াছি পথ , হারিয়েছি ধ্যান।
নেই কোন জ্ঞান।
শান্তির মুষল হারিয়ে গেছে আজ।
বসে আছি অশান্তির হয়ে সাজ।
অশান্তির কবলে ডুবিয়া ছি আমি,
পাইনি পথ।
যেথায় যাই অশান্তির দুয়ার প্রসস্ত।
শান্তির দরজাই বন্ধ।
জ্বলিতেছে আগুন , পূড়িতেছে মন সদা সর্বদা।
অজ্ঞানের আঁধারে করিতেছি হাহাকার।
কে করিবে আমায় উদ্ধার।
নেই কোন প্রদীপ ,
সেতো অনেক আগে শেষ হয়ে গেছে।
শান্তি নেই আমার এ বিশ্বে।