কবে কী আসবে।
এই পৃথিবীতে সবাই এসেছি বসবাসে।
কিন্তু আসার চলনে কত পরীক্ষা চলছে।
পথ বিহনে সব ভুলে গেছি জীবনের উদ্যানে।
আমি নিত্য ত্যাগী , নিত্য রাগী,
নেই কোনো নেশা।
তবে কেন চলছে আমায় নিয়ে এত পরীক্ষা।
আমি ভাবছি বসে সেই সন্ধ্যার নিবিড় বিকালে।
জীবন শুনেছি সংগ্ৰাম।
তবে আবার কেন পরীক্ষার আনজাম।
সংগ্ৰামে সুধু থাকে জয়লাভ।
তবে এর মধ্যে কেন পরীক্ষা।
ছোট থেকে আরম্ভ করে এখন পর্যন্ত,
মক্তবে, স্কুলে, কলেজে দিয়েছি পরীক্ষা।
এখন দেখি শেষ নয় সে পরীক্ষা।
শিক্ষক মহলে পরীক্ষা, বন্ধুদে মধ্যে পরীক্ষা,
ঘর সংসারে পরীক্ষা।
জীবন সুধু নয় সংগ্ৰাম তার মধ্যে রয়েছে নিগুঢ় পরীক্ষা।