হে মোর পিতা মহাশয় তুমি কেন এত দয়াময়?
তুমি কী দেখনা ?
তোমার এই কালো কুৎসিত মেয়ে কিছু বুঝেনা।
রাগের মাথায় করে ফেলে অনেক কিছু।
পিতা গো তুমি কেন দেখে ও শাস্তি দাওনা।
তোমার এই স্নেহের চোখে আমার রাগ ও কি ভালো লাগে।
তোমার মতো সবাই হলে এই পৃথিবীতে কষ্ট পেতাম না।
কিন্তু সবাই তো তোমার মতো নয়।
পিতা তোমায় আমি সুধু পিতা হিসাবে মানিনা।
সময়ে তুমি আমার গুরু, বন্ধু, উপদেশ দাতা।
আমি প্রার্থনা করি আমার মৃত্যু যেন হয় তোমার জীবিত সনে।
আমি পৃথিবীর ঘোর অন্ধকার ভূলে যাই তোমার মুখের পানে চাহিলে।
তুমি এত স্বার্থহীন কেন ?
তোমার এই স্বার্থহীন ভালোবাসা আমায় উজাড় করে দিয়েছে।
তোমার কাছে আমি চির ঋণী থাকব।
পারবনা শোধ করিতে।
পিতা তুমি আমার অভাগীর স্বর্গ।
তুমি আমার নিরধনীয়ার ধন।
তোমার পানে চাহিয়া থাকিব থাকিতে জীবন।