এ কেমন অন্ধকার নিশার চাইতে বেশি কালো।
এ কেমন ঘোর মেঘলার চাইতে নিরাকার।
কবে আসিবে আলো, হইবে এ অন্ধকার দূর।
বসে আছি অপেক্ষায় সহেনা প্রানে আর।
যাইব কোথায় নেই যে কোনো সাহারা।
শুনেছি যুবা কে নাকি গাছে দেনা ছায়া।
কবে আসিবে সকাল উদিঁবে আলো জাগিবে নূতন প্রান।
এ আশায় বসে আছি শুনেছি অন্ধকার কলতান।
ঘোর , অন্ধকার, নিরাকার, সব কিছু একাকার ।
সুধু নিরবে সহ্য করছি।
জানি বিধাতা সব কিছু তোমার আডার।
দিন হয়ে ও যেন নয় গো দিন রাত্রির টানে মিল।
খানা সামনে রেখে নেই গো ভোগ ।
কেমন করে হারিয়ে গেল অতীতের সব সুখ।