মনের আঙ্গিনায় দীর্ঘক্ষন প্রশ্ন হয়‌।
কেন এই জীবন সংগ্ৰামে জড়িয়ে আছি সারাক্ষণ।
জীবনের অপর নাম সংগ্ৰাম‌ ।
প্রকৃত জীবনে উপনীত হয়ে বুঝলাম।
এই জীবন সংগ্ৰামে  আমি আছি মৃত দেহের ন্যায়।
না আছে জ্ঞান,‌ না আছে বল, না আছে প্রতিবাদ করার ক্ষমতা।
সুদু নিরব দর্শকের মত দেখছি সবকিছু আর ভাবছি মরনের কথা।
মেঘের আড়ালে যেমন আসে একটু রৌদ্রের আলো।
তাই যেমন‌ পৃথিবীর উজ্জ্বল‌ মুখখানি  দেখিতে লাগে ভালো।
সেইরূপ জীবন সংগ্ৰামের কলো সরলে আর‌ একটু লাগে ভালো।
সেই ভাল আর জোনাকির মত একটু মিট মিট জীবনের আলো দেখে মুখরিত।
তাই বার বার মরেও দেখছি বাচাঁর স্বপ্ন।