জীবন মরু উদ্যানে ঝক ঝক করেছে।
নেই আলোর সন্ধান।
" মরু চিকা মরু দেশে নাশে প্রাণ তিষ্ণা ক্লেশে।"
জীবন উদ্যানে সেই মরু চিকাই দেখা দিয়াছে।
নেই আলোর সন্ধান।
জীবন শব্দটা বড় সুলভ।
পার করিতে লাগে দুর্লভ।
জীবনের কাল পাতা দেখা না যায়।
জীবন মরীচিকার ন্যায়।
সেই নিম্নে না নামিলে নিচে উষ্ণ বালো দেখিতে না পায়।
দূর থেকে ঝক ঝক যেমন সোনা ঝলকায়।
ভিতরে কেমন পুরাই বুঝা বড় দায়।
এ জীবন মরুদ্দ্যান না আছে জলের সন্ধান।
ভিতরে উষ্ণ তাপ সহিছে প্রাণ।