কোথায় যাওয়ার ইচ্ছা যাও।
কী করার ইচ্ছা কর ।
ভয় নেই!
আজ অভয়া, র্নিভয়া।
হে পথিক তুমি চল আপন বেগে।
আজ আর কেউ তোমাকে থামাতে পারবেনা!
জীবনের অন্ধকারে যতই গোধলী হউক!
যতই আসুক জড় তোফান ভয় নেই!
আজ আর ভয় নেই।
চল আপন বেগে, চল নিত্য নূতন সাজে।
জীবনের পথ চলতে দেখা হবে কত অচেনা পথিকের সাথে।
তবু ও চলতে হবে আপন বেগে।
জীবনের তরী তামালে চলবেনা সেই পথিকের দিকে থাকিয়ে।
ভয় নেই ,আজ আর ভয় নেই ।
যেতে হবে অনেক দূরে , আপন বেগে।