ঘুমপুরীতে চিরনিদ্রায় থাকো তুমি ঘুমিয়ে,
শান্তির পরশ দিয়ে যাক তোমার ললাট চুমিয়ে ।
দিয়ে গেছ যা ভুলিনি তো তা,
রয়েছে স্মৃতিতে জমা ।
চলার পথে যদি কোন ক্ষণে
ব্যথা দিয়ে থাকি অতিকায় ওই মনে;
ভুলে যেও সেই ভুল কিবা অপরাধ
করে দিও অধমেরে ক্ষমা ।
ওগো প্রিয় আষাঢ়ের বারিধারার মত ঝড়ছে চোখের জল ।
নিরবে ঘুমাও তুমি সুখ শান্তির অতল-তল ।
পাদটিকাঃ কবি মালিহা খান স্মরণে লেখা ।