অস্থির কিছু দুঃসময়কে পাশ কাটিয়ে
নিজেকে যখন সামলে নিয়েছি অনেকটাই ,
কেন তুমি আবার এলে ?
জীবন করে দিতে এলোমেলো ।
চোখ ভরা জল মুছে ফেলে যখন ,
নবজীবন সাজাতে প্রানান্ত ;
কেন তুমি আবার এলে?
জীবন করে দিতে অশান্ত ।
স্নিগ্ধ ফুলের সৌরভ ,
সে আমার জন্য নয় ।
অপরূপ জোছনার দল,
জানালার পাশেই থাক নাহয় ।
আমি এখন শূন্যতাকে সাথী করে
বাঁচতে শিখে গেছি ।
বিষাদের আঁধার গায়ে মেখে
হাসতে শিখে গেছি ।
মায়ার বাঁধনে জড়িয়ে আমায়
কাঁদাতে কেন চাও ?
তুমি ফিরে যাও তোমার ঠিকানায়
আমায় মুক্তি দাও ।