ভালো থেক সুতপা ।
চলতে চলতে শিখে গেছি জীবনের মানে ।
বোবা পাখিটার মত ,
একরাশ কষ্টকে বুকে চেপে
চলার কোন মানেই হয়না ।
তাই প্রতিটি মাংসপিন্ড নিংড়ে নিংড়ে
বের করে দিয়েছি ,
বিষাক্ত রক্তকণাগুলোকে ।
অসীম শূন্যতায় হেটে চলা ,
হয়তোবা কোন সমাধান নয় ।
তবুও দিনশেষে ঝরে যাওয়া ফুলের ,
সার্থকতা কোথায় জান?
ওই ঝরে যাওয়াতেই ।
ঝরে গিয়েই সে চিনেছে
নীল প্রজাপতির
প্রেমের আসল রূপ ।


রচনাকালঃ ২৭-৩-২০১৫