হারিয়ে ফেলেছি সেই পথটা
সেই গলিটা ;
হঠাৎ একদিন দক্ষিণের জানালায় দেখেছিলাম
ফুটে আছে কলিটা ।
তারপর একদিন দুদিন করে
দেখেছি কতকাল ধরে ।
কেটে গেছে কত দিন , কত বছর ।
শ্রাবণের বারিধারায় সিক্ত পৃথিবীর অপরূপ রূপ
আমি ভুলেছিলাম কতদিন ।
কতদিন কোন গান গাইনি
তোমাকে বর্ননা করার করার মত কোন গান তৈরি হয়নি বলে ।
হৃদয়ে তোলপাড় করা সেই হাওয়া
কোনদিন উল্টোদিকে বইবে ভাবিনি ।
তারপর আবার শ্রাবণ এল
বিপুল ধ্বংসযজ্ঞের খেলায় মাতাতে ।
বিশাল এক শুন্যতার গল্প লিখে দিয়ে গেল
জীবন খাতার পাতাতে ।
হায় কোথায় গেল স্বপ্নিল দিনগুলি সেই ?
দক্ষিণের জানালায় এখন আর কেউ নেই ।
হয়তো সবই আছে
এই জানালাই সেই জানালা নয় ।
হয়তোবা পথটাই হয়ে গেছে ভুল
হয়তোবা । হয়তোবা ……….……………