হেরে গেলাম কেঁদে ফিরলাম দেখেনিতো কেউ ফিরে ।
অদৃষ্টেরে শুধালাম এই আঁধারে বাঁচার উপায় কিরে ?
অদৃষ্ট আমায় করে পরিহাস অট্টহাসি হেসে ;
তবে কি আমি ভুল করলাম যুদ্ধের মাঠেতে এসে ?
কেঁদে কেঁদে হয়রান হয়ে শেষে বসিলাম ধ্যানে ;
হঠাৎ যেন বাঁচার মন্ত্র দিয়ে গেল কেউ কানে ।
উঠে বসলাম , চোখ মুছলাম হতে হবে আজ জয়ী
কন্ঠে আমার বেড়িয়ে এল বক্তব্য জ্বালাময়ী ।
হঠাৎ দেখি কেউ নেই পাশে চারদিক আমার শূন্য ;
ভয় নেই আমার কাপুরুষের দল মানুষ আমি আজ ভিন্ন ।
কচ্ছপের খোলসে লুকানো মানবতা চাইনাতো আমি আজ;
তোদের পতিত মনের জমিনে করব আসল মানবতার চাষ ।
ভয় কিরে তোর ভয় কিরে তোর কিসের এত ভয় ?
সত্যের পথে সবসময়ই কিছু কাটা বিছানো রয় ।
হাসিস কেন ওরে বোকা আড়াল-অন্তঃপুরীতে ?
তোর বুক লাল করে দেব তীক্ষ্ণ অস্ত্র-ছুরিতে ।
নষ্ট বিবেকের বাড়াবাড়ি যেথা খুন করব সেথা হেসে ;
জেনে রাখিস আমি ফিরব আবার দুরন্ত বিজয়ী বেশে ।
কবিতাটি ৬৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৬/০২/২০১৫, ০২:১৬ মি: