রাত যখন গভীর ,
পাপপোকাগুলো আহ্বান করতে থাকে মিষ্টিসুরে ।
মনুষ্যত্ব আর পশুত্বের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব ।
ঠিক যেন এক রশি টানাটানি খেলা ,
মনুষ্যত্বের বিপরীতে দাঁড়ায় একপাল ষাড়তেজী জোয়ান পাপ
মনুষ্যত্ব যেন তালপাতার সেপাই
মূহুর্তেই পরাজয় ঘটে তার ।
প্রবল প্রতাপে রাজত্ব করে যায় পশুত্ব ।
কল্পনার জানালাগুলো সব খুলে দেই এক এক করে
ঝড়ো বাতাসের মত ঘরে ঢোকে একঝাক পাপপোকা ,
কামড়ে, আঁচড়ে সর্বাঙ্গ করে ক্ষত-বিক্ষত
মনুষ্যত্বের অবস্থা তখন নিতান্তই শোচনীয়
পশুত্বের পদপিষ্ঠ হয়ে ঢাকা পড়ে যায় একরাশ ধুলোস্তরের নিচে ।
দরজা খুলে বেড়িয়ে যাই আঁধার পথখানি ধরে
টোকা দেই কাঙ্ক্ষিত ঘরের দুয়ারে ।
যে ঘরে প্রতিনিয়ত চলে পাপপোকার উলঙ্গ নৃত্য
আমি হায়িয়ে যাই পাপ সাগরের অতলান্ত অতলে ।
-০২/০৭/২০১০
………………………