দাদুর ঘরের খাটে বসে নিত্য সাঁঝে ওরা ,
হরেক রকম গল্প শোনে কখনো বা ছড়া ।
এক দেশের এক রাজার নাকি ছিল আজব ঘোড়া ।
পাখা ছাড়াই উড়ে বেড়ায় জানিস নাকি তোরা ?
ভিনদেশে যেতে হলে ঘোড়ার পিঠে বসে ,
আদেশ দিলেই উড়ে যেত এক নিমেষে ।
তাই কি দাদু একথা তো শুনিনি কখনো ,
আহা সেই আজব ঘোড়া থাকত যদি এখনো ।
এথায় সেথায় চলে যেতাম ঘোড়ার পিঠে চড়ে
চাঁদ-তারা আর আকাশেতে বেড়াতাম ঘুরে ।
নায়াগ্রা আর হিমালয় সবই হত চেনা
ভূগোল-টূগোল মিছেই আর পড়তে হত না ।
আচ্ছারে ভাই সেই ঘোড়া কি ফিরিয়ে আনা যায় না ?
সবাই মিলে খুঁজে দেখি কোথায় আছে আয় না ।
কে লুকালো সেই ঘোড়াটা কারবা ঘরে আছে ?
একা একাই উড়ছে কারা রেখে নিজের কাছে ?
এ হবেনা বলে দিলাম উড়বো আমরা সবাই
একবার শুধু সেই ঘোড়াটা কাছে্ যদি পাই ।
আরে দাদু এত স্বপ্ন মিছেই দেখ , সেই ঘোড়া তো মিছে
সেই ঘোড়া আর রাজার কথা শুধুই তো কিচ্ছে ।
মিছেই হল নাইবা সব তাই কি বলে ,
পারিনা গড়তে সে দেশ আমরা সবাই মিলে ।
রাজা থাকবে , থাকবে ঘোড়া আরো কত কি
গাছে কাঁঠাল গোফে তেল আর পান্তা ভাতে ঘি ।
                  -২০/২১-০৯-২০০৭
            …………