কখনো কখনো দিনের বেলায়ও
নেমে আসতে পারে রাতের অন্ধকার ।
রাতের নিস্তব্ধতাও হারাতে পারে আপন সুর ,
পৃথিবী প্রকম্পিত করে বেরিয়ে আসতে পারে অপার্থিব চিৎকার ।
শহরের ব্যস্ততম স্থানও কোন কোন সময়
নিস্তব্ধ হয়ে যায় , থেমে যায় সব কোলাহল ।
নির্জন মৃত্যুপুরীও কখনো কখনো ব্যস্ত করে দেয়
অস্পৃশ্য আত্মাদের সরব চলাচল ।
কিছু কিছু বেঁচে থাকা জীবনের অপমান
নেই তাতে স্বার্থকতার সামান্য ছোয়া ,
মৃত্যুও কখনো কখনো গৌরবময়
এক পৃথিবী মানুষ হাত তুলে করে দোয়া ।
সব পরাজয় লজ্জার নয় ,
কিছু কিছু পরাজয় হতে পারে গৌরবের ।
জয় , অবস্থার প্রেক্ষাপটে গ্লানিময়
দৃষ্টান্ত দেখানো যায় ঢের ঢের ।
-১০/০৩/২০১০