যদি প্রেম পূর্ণতা পায়,
তবে তুমি সীতা—সংসারের আলোয় দীপ্ত,
শুদ্ধতার অগ্নিপরীক্ষায় উজ্জ্বল।
আর যদি সে থেকে যায় অপূর্ণ,
তবে তুমি রাধা—অতল প্রেমের অনন্ত সুর,
যে বিরহেও অনির্বাণ, যে বিচ্ছেদেও অমর।
তুমি যদি শ্যামের বাঁশির সুর হও,
তবে আমি বৃন্দাবনের বাতাস—
তোমার ছোঁয়ায় উদ্দীপ্ত ,
তোমার সুরে বিভোর।
তুমি যদি অযোধ্যার স্নিগ্ধ আলো হও,
তবে আমি বনবাসের ছায়া—
যে তোমার পথ চেয়ে দাঁড়িয়ে থাকে,
যে তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় অনিঃশেষ।
প্রেমের পরিণতি যাই হোক,
তুমি চিরকাল আমারই—
এ আমার অমর প্রতিশ্রুতি,
কখনো সংসারের আলো,
কখনো বিরহের অমর গান।
- আতিকুর রহমান,
৩০ মার্চ, ২০২৫