প্রেমের মধু পান করে যেন জগত ভুলে না যাও,
কারণ মধুর শেষ ফোঁটায় যে অবশিষ্ট থাকে,
তা দিয়ে গড়া হয় মোম—
যার আলো জ্বলে, আর দহনে পোড়ে হৃদয়।
তীব্র আগুন,
অদেখা যন্ত্রণা নিয়ে পুড়িয়ে মারে অন্তরকে।