তোর সঙ্গে থাকব বলে কিছু স্বপ্ন জমিয়েছি
অজস্র জোছনা কুড়িয়েছি
তোর সঙ্গে হারাবো বলে বসন্ত এনেছি
তোকে বৃষ্টি দেব বলে মেঘ জড়ো করেছি
তোর সঙ্গে সন্ধার আকাশ দেখব তাই তারাটাকে আটকে রেখেছি যেতে দেইনি,
তোর সঙ্গে রূপকথা হব বলে কত পূর্ণিমা জেগে আছি।
শুধু তোকে দেখব বলে আর কিছুই তেমন দেখা হয় নি,
তোর সঙ্গে অনেকটা পথ হাঁটবো তাই কত মৃত্যুকে পার করে এসেছি।
তোর জন্য দুঃখ পেলে খুব
নির্বিকারে অন্ধকারে দেব ডুব
তোর জন্য মেনে নিয়েছি শত পরাজয়
তোকে হারিয়ে ফেলার আমার ভীষণ ভয়।