আকাশের মন খারাপ হলে জমে মেঘ
খুব দুঃখ হলে বৃষ্টি হয়ে ঝরে
নিজের ভেতরেও তো জমে দুঃখ মেঘ
সেগুলো নিজেকেই ক্ষত  বিক্ষত  করে
আকাশের চাঁদ হারিয়ে গেলে আমাবস্যা আসে নেমে
দীর্ঘ  রজনী  হয়ে  যায় থমথমে
বুকের ভেতরে কত আমাবস্যা নেমে আসে তার কি কেউ কোনো খবর রাখে,
দু চোখে কত বিষাদের গল্প জমে তা কি কেউ  পড়ে দেখে।

*****************************