চলে যাচ্ছি তবুও যেতে যেতে থমকে গেলাম
যদি একবার ডাকো
তাই মাঝ পথে দাড়িয়ে পড়লাম।
জানি ডাকবে না অনুভূতির মৃত্যু হয়েছে কবেই
তবুও ক্ষীণ আশা হয়তো তুমি ফিরবে।
আজ আঙ্গুলজুড়ে অভিমানের ঢ়েউ
তা দেখলো না কেউ।
অভিযোগের ফণা তুলেছে মন
সমস্ত বাঁধন আলগা হয়ে যাবার উপক্রম।
তবুও ক্ষীণ আশা কোন একদিন হয়তো তুমি ফিরবে
ফিরতে তেমাকে হবেই।
তবে সে দিন হয়তো তোমার জন্য আর কেউ অপেক্ষা করবে না
আর কেউ দাড়িয়ে থাকবে না।
অভিমানের যে দেয়াল তৈরী হয়েছে পারবে কি সেই দেয়াল ভেদ করতে
পারবে তো দেয়ালের এপারের মানুষটির কাছে পৌঁছাতে
মানুষ বড় অভিমানী
পুরো জীবনটাজুড়ে শুধু অভিমানের হাতছানি।