জানালা দুয়ার দিয়ে,
ক্লান্ত মন ও শরীর আরাম ঘুমে আছে
দরজায় আমার মৃত্যু দাড়িয়ে।
আমার জাগবার নেই কোন তাড়া
সহসা শুনতে পাই মৃত্যর কড়ানাড়া
মৃত্যু আমার নিকট গুটিগুটি পায়ে আসে
আমি যাইনি মৃত্যুর কাছে,মৃত্যু আমার কাছে এসেছে বহুবার বহু ছদ্দবেশে।
হঠাৎ হঠাৎ মৃত্যু আমাকে চুপিসারে দিয়েছে দেখা
মৃত্যু বলেছে মধ্যে থেকে ও আমি কত একা,আসলে জীবন কত একা
বলেছে মৃত্যু ফুরিয়ে এল বুঝি বেলা
এবার যে যাবার পালা
ছাড়ো দেখি এসব ধূলোবালির জীবন জীবন খেলা
যেতে হবে,যেতে হবে অনিশ্চিত পথে নাম না জানা ঠিকানায়,
যেখানে যাবার পথ আছে ফেরার কোন পথ নেই।
মৃত্যু আমাকে দিয়েছে আজীবন পাহারা
সহসা শুনতে পাই মৃত্যুর কড়া নাড়া
*****************************