আচ্ছা ধরো অনেকটা সময় পেরিয়ে আবার দেখা হলে,
সময় আমাদের কিছুটা সঙ্গে হলে।
আবার যদি দেখা হয় এক যুগ পরে,
হেমন্ত বসন্ত শরৎ ঋতুতে কিংবা শিশির ভেজা প্রন্তরে।
তখন ও কি আমার বরে
আগের মতোই অমন আপন করে নেবে
নাকি মুখ ফিরিয়ে চলে যাবে
আবার যদি মুখোমুখি হই দুজন
কিছুটা কাছাকাছি  নির্জন
বুকের ভেতর লুকিয়ে থাকা অনুভূতি কি আবার জেগে উঠবে,
আবারো কি তেোমার হৃদয়  আমার  হৃদয়কে     স্পর্শ করবে।
আচ্ছা আবার যদি  তোমার  কাছে যেতে  চাই তাহলে কি ফিরিয়ে দেবে,
নাকি তুমিও দু পা এগিয়ে আসবে।
জানি একযুগ কম নয়
অনেকটা  সময়
এই এক যুগে কত কি বদলায়
তুমিও কি অমন বদলে যাবে
নাকি সেই চেনা চোখেই তাকাবে
আবর যদি ভালবাসতে চাই তাহলে তুমি ও কি ভালবাসবে,
নাকি সব অনুভূতি শূন্য হয়ে যাবে।
আবার যদি দেখা হয় এক যুগ পরে
তখনও কি তুমি আমার রবে
নাকি আমূল পাল্টে যাবে
আগের মতোই আপন করে নেবে
নাকি দূরে দূরে আরো অনেক দূরে থেকে যাবে।