আমি দেখেছি জীবনের পরাজয়,
মানুষ কেমন বিষাদের সাগরে ডুবে যায়।
বুকের ভেতরের গোপন চোরাগলিতে দিশা হারিয়ে ফেলে,
মিথ্যাকে ভালবেসে ভূল কে নেয় তুলে।
আমি জানি রাত বাড়লেই মন হয়ে যায় ভীষণ রকমের একা,
মলিন হৃদয়ে বিরহ আঁকা।
শূন্য জীবন,
গভীর দহন।
অদেখা কিছু শুকনো ক্ষতো,
ভেতর দখল করে আছে শ্রাবণ মেঘের মতো।
দু চোখের কোল জুড়ে অমানিশা জমে,
বুকের পশম উষ্ণ হয় বিষাদের ওমে।
নিদ্রার জগতে প্রবেশ বারণ,
মন খারাপের দুপুর আসে অকারণ।
মুঠো মুঠো আধার নিয়ে সন্ধা নামে,
বুকের ভেতর মৃত নদী শীতে জমে।