আজকাল আমাদের আর তেমন কথা হয় না,
তোমার দৃষ্টি আর আমাকে ছোঁয় না।
নীরস অনুভূতি।
চারিদিকে এতো Network এর ছড়াছড়ি,
Social Network এর বাড়াবাড়ি।
কিন্তু আমাদের মধ্যে কোনো Network নেই,
সমস্ত রকমের Connection বিচ্ছিন্ন প্রায়।
অথচ সময় কি নির্দ্বিধায় চলে যাচ্ছে,
নিষ্ঠুর সময়ের কোনো দায় নেই।
সময়ের স্রোতে আমরাও বয়ে চলেছি,
এক ই আকাশের নিচে কতটা কাছাকাছি বসবাস তবু ও মাইল যোজন তার থেকেও দূরে, আমরা দুই মেরুতে কিংবা দুটি আলাদা জগতে।
অনুভূতি আর কাছে টানে না,
মান অভিমানের হিসেব ভুলেই গেছি।
আমরা কেমন একটু একটু করে হারিয়ে ফেলছি আমাদের আমাদেরকে।
আজকাল আর তেমন কথা হয় না।
কোনো প্রশ্ন নেই কোনো উওর নেই।
নির্বাক ঠোট,কথা অভাবে নীরব মন।
কেউ জানতে চাই না,
ভাল আছি কি না।
নীরবতার অস্ত্রের আঘাতে আমরা প্রতিনিয়ত জখম হয়ে যাচ্ছি, জন্ম হচ্ছে গভীর ক্ষতের।
তবুও যন্ত্রণাটা স্বীকার করতে কেউ এতটুকু প্রস্তুত নই।
আমরা ইগোকে জেতাতে ব্যস্ত।
প্রতিদিন কত দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে বেরিয়ে মিশে যায় হাওয়ায়।
কেউ সেটা উপলব্ধি করি না,কিংবা উপলব্ধি করতে
চাই না।
মাঝে মধ্যে কিছু একটা খুব জোরে বুকে ভেতরে আঘাত করে,
হঠাৎ হঠাৎ নিজের ভেতরে একাকিত্ব ভর করে,
যখন তখন মন খারাপের ব্যামোয় ভোগী।
আর ভাবি আবার কখন হয়ে উঠব তোমার আমি,
দিন শেষে আমি এবং তুমি।