আমি চলে যাচ্ছি,
আমি চলে যাচ্ছি
জানালার শার্সির বাহিরে বিষন্নতায় জমানো বিকেলবেলা
অপেক্ষারত মন খারাপের সন্ধাবেলা।
আমি চলে যাচ্ছি
ক্লান্ত দুপুর যেখানে বিশ্রাম নিচ্ছে,
অনেকটা পথ হেঁটে এসে ব্যস্ত রাস্তা যেখানে ক্লান্ত হয়ে পড়েছে,
আমাদের আর দেখা হবে না।
একাকী রাএি
নিশুতি রাতের জেগে থাকা তারা,
রহস্যময়ী চাঁদ,
নিস্তদ্ধ আঁধারে রাত পোহানো ক্লান্তিবিহীন ঠায় দাড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট,
আমাদের আর দেখা হবে না।
বাঁশঝাড়ের জোনাকির আলো তোমায় ছেড়ে আমাকে যেতে আধারের কাছে,
আমাকে যেতে হবে,যেতেই হবে।
মধ্যরাতের গল্প,
গভীর নিদ্রায় আচ্ছন্ন স্বপ্ন,
রাতের বুক চিরে জেগে ওঠা নব প্রভাত,
আমাদের আর দেখা হবে না।
আমাদের আর দেখা হবে না কোনোদিন-ই