এই যে পৃথিবী চারিদিকে ভরা অপার  মহিমায়,
যে দিকেই দু চোখ যায়,
মুগ্ধ হয়ে  তাকাতে  হয়।
তবু ও একদিন এ সমস্ত  মায়া মোহ ত্যাগ করতে হবে।
কামনা আর বাসনার জগতে আমাদের বাস
চাইতে চাইতে একদিন সব পাওয়া  হয়ে  যায় তবুও  চাওয়া  ফুরায়  না।
এই যে এই তৃষ্ণাত্ব জীবন একদিন ছেড়ে দিতে হবে
জীবনের  সব কটা  অধ্যায় পেরিয়ে একদিন পৃথিবীকে ছাড়তে হয়।
মৃত্যুর মতো  ঢেউ  ঢেয়ে আসে  আমাদের  দিকে
চুম্বকের মতো টানে
আষ্টেপৃষ্টে  জড়িয়ে  ধরে  আমাদের।
লোকে বলে মানুষের বয়স বাড়ে,বয়স বাড়ছে
সত্যিই কি বয়স বাড়ে!
নাকি দিনে দিনে বয়স কমে
যে নির্ধারিত সময় নিয়ে পৃথিবীতে  আসি সেটা আসার পর এক এক দিন  করে  কমতে থাকে
তারপর একমাস, মাসের পরে এক বছর কমে যায়।
আসলে বয়স কখনো বাড়ে না কমে।
বছরের পর বছর কমতে কমতে যুগের পর যুগ শেষ হয়ে যায় এভাবেই একদিন বয়স ও সময়ের খাতায় হয়ে যায় শূন্যস্থান,
তারপরেই ঘটে অনাকাঙ্খিত  প্রস্থান।
কেউ থাকবে না সবাইকে প্রস্থান ঘটাতে হয়
অজানা দীর্ঘ গভীর অন্ধকারে পাড়ি জমাতে হয়
এ পৃথিবী কারো জন্য নয়।
******************************