তুমি মানেই
পদ্ম বিলে সদ্য ফোটা পদ্ম,
আমি মানে দুখে ভরা
নতুন কোন গদ্য ৷

তুমি মানেই নিশ্চয়তা,
আকাশ হবে রৌদ্রোজ্জ্বল,
আমি মানে আকাশ জুড়ে
নিশ্চিত ঝড় বাদল ৷

তুমি মানেই প্রেম কাব্য
কিংবা কোন গান,
আমি মানে বিক্ষোভ মিছিলে
নিষ্প্রাণ শ্লোগান!

তুমি মানেই কোমল হাতের
সুস্বাদু কোন রান্না,
আমি মানে ব্যর্থ প্রেমের
লুকিয়ে নীরব কান্না ৷

তুমি মানেই বাঁশরীতে
মাতাল করা সুর,
আমি মানে বিষাদ ভরা
বিষন্ন দুপুর ৷

তুমি মানে একটা নদী,
জানেনা আর কেউ-
আমি মানেই ঐ নদীটার
আছরে পরা ঢেউ ৷৷
______________
✍️আসরাফুজ্জামান সোহেল