তোলপাড়
______
আজ আর আমার মাথায় অতটা চুল নেই
যতটা থাকলে তুমি আমার চুল নিয়ে খেলা করতে পারো,
আমার চোখে অতটা গভীরতাও নেই
যেখানে তুমি ইচ্ছে হলেই ডুব দিতে পারো,
আমার কন্ঠে অতটা সুর নেই
যতটা থাকলে তুমি আমার কন্ঠের প্রেমে পরতে পারো,
আজ আর আমি অতটা সুদর্শনও হয়তো নেই
যাকে দেখে তুমি মুগ্ধ হতে পারো,
এমনকি আমি আর সেই দুরন্ত কিশোরও নেই
যাকে নিয়ে তুমি অজানায় হারাতে পারো,
আমার কবিতায় আর সেই হৃদয়স্পর্শী শব্দও নেই
যা তুমি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারো,
কিংবা আমার আলিঙ্গনে যৌবনের সেই উষ্ণতাও নেই
-যা তোমায় তোলপাড় করে দিতে পারে,

কিন্তু তোমাকে দেখলে আজও ততটাই
তোলপাড় করে আমার ভেতরে,
যতটা হলে মরে যেতে ইচ্ছে করে!

✍🏿আসরাফুজ্জামান সোহেল