তবে কেন আজ
চোখের তলে ভাঁজ!
নিঃশ্বাস হলো ভারী
পাতা ঝরার আহাজারি!

তবে কেন তুই
নীড় ভাঙা চড়ুই,
পালক ছুলো বৃষ্টি
ঝড় ছুলো দৃষ্টি!

তবে কেন আজ
অতীত আওয়াজ,
ছাপিয়ে সব গান
বুক ভরা অভিমান!

শ্যাওলা ঢাকা পথ
ভূলে যাওয়া শপথ,
সামনে কেন দাড়ায়?
স্মৃতির কাঠগড়ায়!

হঠাৎ মাতাল হাওয়া
ইচ্ছেদের উড়ে যাওয়া,
চাপা পরা শুকনো ফুল
বইয়ের ভাঁজে গুনে মাশুল!

পুরনো চিলেকোঠায়
মন খুঁজে বেড়ায়,
নিল খামের ঠিকানা
দুঃখ ছোঁয়ার বাহানা,

তবু কেন রোজ
স্মৃতিরা নেয় খোঁজ,
স্বপ্ন ভাঙা এই বসন্ত
জানে,,ভুলে যাবার নেই মন্ত্র!

✍️আসরাফুজ্জামান সোহেল